অবিলম্বে শিবির সভাপতিকে মুক্তি না দিলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে শিবির। মঙ্গলবার শিবিরের সেক্রেটারি আব্দুল জব্বার এক বিবৃতি এ হুমকি দেন।
শিবির সেক্রেটারি বলেন, গ্রেফতার নির্যাতন করে শিবিরকে আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। বরং আন্দোলন আরো তীব্র হয়। শিবির সভাপতিকে গ্রেফতার করে কর্মীদের আন্দোলন স্পৃহাকে সরকার আরো বাড়িয়ে দিয়েছে।
সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, সভাপতির উপর যদি নির্যাতন অব্যাহত থাকে তাহলে আমাদের আর নিবারণ করা যাবে না। অবিলম্বে শিবির সভাপতিকে মুক্তি না দেওয়া হলে সরকার পতনের একদফা আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আর তখন শুধু নেতার মুক্তি নয়, নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, বর্তমানে শিবির সভাপতি পল্টন ও মতিঝিল থানার আট মামলায় ১০ দিনের রিমান্ড আছে। এর আগে গ্রেফতারের পর মোহাম্মদপুর থানার দুই মামলায় ১৪দিন, ১৬ এপ্রিল ১৮ দিন, ২২ এপ্রিল ৩ দিন, ২৫ এপ্রিল ১ দিনসহ মোট ৩৬ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তবে শিবির বাববার বলে আসছে রিমাণ্ডে নিয়ে সভাপতিকে নির্যাতন করা হয়েছে।