স্মৃতিশক্তি ধরে রাখতে এবার মানুষের মাথায় মাইক্রোচিপ বসানোর পরিকল্পনা করেছেন একদল গবেষক। জানা গেছে, ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এটি ব্যবহার করা হবে। আগামী দুই বছরের মধ্যে বিষয়টি পরীক্ষা করেও দেখতে চান তাঁরা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের এ গবেষকরা বর্তমানে মস্তিষ্কে স্মৃতি তৈরির পদ্ধতি জানতে কাজ করে চলেছেন। আর এ পদ্ধতি জানা গেলেই মাইক্রোচিপের মাধ্যমে স্মৃতি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। এর ফলে দুর্ঘটনায় আঘাত পাওয়া ব্যক্তিসহ স্ট্রোক এবং আলঝেইমার্স রোগে আক্রান্ত ব্যক্তিদের মাথায় মাইক্রোচিপ বসিয়ে তাদের স্মৃতি রক্ষা করা সম্ভব হবে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পরিকল্পনা করেই বসে নেই গবেষকরা। ইতিমধ্যে মস্তিষ্কের বার্তাকে সিলিকন চিপের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিবর্তনের পরীক্ষাও চালিয়েছেন ইঁদুর এবং বানরের ওপর।