পদ্মায় দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদে আবারও ৩ জনকে দুদকের নোটিশ

0
165
Print Friendly, PDF & Email

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে আবারো জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে ডেকে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ যাদের ডেকে পাঠানো হয়েছে- এরমধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ভাই মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী, সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তত্ত্বাবধায়ক লিয়াকত আলী৷ এজন্য তাদের নামে দুদক থেকে নোটিশ পাঠানো হয়েছে৷ এ দফায় তাদের আগামী ১৬ মে সকালে হাজির হতে বলা হয়েছে৷ গতকাল তাদের এ নোটিশ পাঠানো হয়৷

এদিকে, কানাডার নথিপত্র না পাওয়ায় এখনও পর্যনত্ম দুদকের তদনত্ম টিম সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে বিশ্বব্যাংকের করার অভিযোগের প্রমাণ না পাওয়ায় তারা নিশ্চিনত্ম যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই দুদক প্রমাণ করতে পারবেন না৷ দুজনই স্ব স্ব অবস্থানে থেকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা অপরাধ করেননি৷ এ কারণে তদনত্ম শেষ হলেও প্রমাণ হবে না৷ তেমনটি দাবি করেছেন দুজনই৷ সূত্র জানায়, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তার ঘনিষ্ঠ দুদকের এক কমিশনার আশ্বসত্ম করেছেন বলে জানা গেছে, তিনি বলেছেন- যতক্ষণ না নথিপত্র ও সাক্ষী না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যনত্ম কোনোভাবেই তা প্রমাণ করা যাবে না৷ তিনি আরো বলেছেন, বিশ্বব্যাংক যেসব নথিপত্র দিয়েছে ও চিঠি দিয়েছে তা আদালতে ব্যবহার করা হলেও কোনো লাভ নেই৷ কারণ বিশ্বব্যাংককেই তাদের অভিযোগ প্রমাণ করতে হবে৷ আবুল হোসেনকে আরো আশ্বসত্ম করা হয়েছে বিশ্বব্যাংক তাদের প্রতিনিধি কোর্টে পাঠিয়ে সেটি প্রমাণ করবে বলে মনে করেন না৷

এ কারণে তিনি এখন নিশ্চিনত্ম৷ তার কাছে এর সত্যতা জানতে চাইলে তিনি বলেন, না তেমন কোনো সম্পর্ক আমার দুদকের কমিশনারের সঙ্গে নেই৷ তিনি নন তবে অন্য একজন আমাকে আশ্বসত্ম করেছেন যে, বিশ্বব্যাংকের অভিযোগ প্রমাণ করা যাবে না তাদের নথিপত্র ও চিঠি কোর্টে উপস্থাপন করেও৷ তা প্রমাণ করতে হলে বিশ্বব্যাংককেই তাদের লোক পাঠিয়ে অভিযোগ প্রমাণিত করতে হবে৷ তা তারা করতে পারবেন না৷

অন্যদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে একজন উপদেষ্টা আশ্বসত্ম করে বলেছেন, আপনার চিনত্মার কোনো কারণ নেই৷ আমি তো গিয়েছি কথা বলেছি৷ আপনি নিশ্চিনত্ম থাকুন আপনার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ হবে না৷ কেবল আপনার বিরুদ্ধেই নয় সাবেক যোগাযোগমন্ত্রী ও উপষ্টোর বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হবে না৷ তিনি এক অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ হওয়ার পর এই আশ্বাস দেন৷ আমরা যখন আলোচনার জন্য বিদেশে গিয়েছি তখন আমাদের বলা হয়েছে তারা কোনো প্রমাণ পাননি৷ আর এ কারণেই আমরা নিশ্চিত এ প্রকল্পে শেষ পর্যনত্ম কোনো অপরাধই প্রমাণ হবে না৷ এ ব্যাপারে আবুল হাসান চৌধুরী বলেন, আমি কোনো অপরাধ করিনি৷ একজন উপদেষ্টার সঙ্গে আমার একটি অনুষ্ঠানে সাক্ষাত্‍ হয়৷ সেখানেই তিনি এ কথা বলেন৷ তিনি আমার ঘনিষ্ঠও বটে৷ আমি অপরাধ করিনি এরপরও আমার নামে অনেক রটনা রটানো হয়েছে৷ যার কোনো ভিত্তি নেই৷

এ ব্যাপারে সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের ষড়যন্ত্র মামলার অগ্রগতির জন্য তাদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তবে এখনও পর্যনত্ম পদ্মা সেতু প্রকল্পের ষড়যন্ত্র মামলায় বিশেষ অগ্রগতি হয়নি৷ দুদকের তদনত্ম টিম চেষ্টা করে যাচ্ছে বিশ্বব্যাংকের করা অভিযোগের সতত্যা বের করার জন্য৷ দুদকের একজন কমিশনার বলেন, আমরা যে ৭ জনের নামে মামলা করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হবে৷ এর বাইরে সন্দেহভাজন হিসেবে যারা রয়েছেন তাদের ব্যাপারে এখনও কেউ মুখ খোলেননি৷ তাছাড়াও তারা দুর্নীতি করেছেন এটা এখন প্রমাণ করা সম্ভব হয়নি৷ তবে চেষ্টা অব্যাহত রয়েছে৷ শেষ ভরসা হিসেবে কানাডার তথ্য প্রমাণের ওপর নির্ভর করতে হচ্ছে৷ তারা ওখানে কী কী পেয়েছেন তা এখনও জানি না৷ রমেশ তার ডায়েরিতে কী লিখেছেন তা-ও এখন দেখিনি কেবল শুনে এসেছি৷ একটি জিনিস হচ্ছে- কেউ কারো ডায়েরিতে টাকা দেওয়ার কথা লিখলেন পাশে পারসেন্টটেজ বসালেন, আর তা হয়ে গেল- এমন মনে করার কোনো কারণ নেই৷ তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি এ ব্যাপারে সব তথ্য প্রমাণাদি বের করার ও সংগ্রহ করার জন্য৷ কানাডার কাছ থেকে নথিপত্র পেলে এ মামলায় তদনত্ম রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে৷ কানাডা থেকে কোনো নথিপত্র না পাওয়ার কারণে মামলার অগ্রগতি তেমন হচ্ছে না৷ ফলে দুর্নীতি দমন কমিশনের টিম কাজ চালিয়ে যাচ্ছে৷ এখন বড় ধরনের অগ্রগতির জন্য প্রয়োজন হচ্ছে কানাডার সহযোগিতা৷ এখনও পর্যনত্ম তারা বিশেষ কোনো সহায়তা করেনি৷ এর কারণ তারা দেখিয়েছেন কানাডাতে কোনো মামলা চলাকালে কোনো নথি কাউকে দেওয়া সম্ভব নয়৷ এ ব্যাপারে দুদকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক বলেন, কানাডা থেকে এসএনসি লাভালিন কর্মকর্তাদের মামলা সংক্রানত্ম সব নথি ও তথ্য পেলে অনেক সহজ হতো৷ কী কী তথ্য প্রমাণ আছে তা জানা যেত, এতে আমাদের লাভ হতো৷ তারা আমাদের স্বার্থ নিয়ে ভাবছে না৷ নিজেদের দেশের স্বার্থ বিবেচনা করছে৷ তাদের একটি কোম্পানির কারণে দেশের ইমেজ নষ্ট হবে এটা তারা চায় না৷ তারা দুর্নীতির খবর প্রচার করতে চায় না৷ কানাডা মনে করে যতক্ষণ পর্যনত্ম না তাদের দেশের কোম্পানি এসএনসি লাভালিনের দুর্নীতি প্রমাণ না হবে ততক্ষণ তারা মামলার কোনো কিছুই প্রচার ও প্রকাশ করতে দেবে না৷ এ কারণে আদালতও নিষেধাজ্ঞা জারি করেছে৷ ফলে পদ্মা সেতু মামলার ষড়যন্ত্র সংক্রানত্ম মামলার বিষয়ে তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি৷ বাংলাদেশ থেকে ২ সদস্যর প্রতিনিধি দল সেখানে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি৷ ফলে তারা জানতেও পারেননি কানাডাতে এসএনসি লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলায় তারা কী জানতে পেরেছে৷ ফলে বাংলাদেশে দুদকের তদনত্ম টিম যেসব তথ্য পেয়েছে এর ভিত্তিতেই তদনত্ম করে যাচ্ছে৷ আশানুরূপ অগ্রগতি না হওয়ার কারণে দুদকের টিম তদনত্ম শেষ করতে পারছে না৷ আর তদনত্ম শেষ না হওয়ার কারণে নির্ধারিত সময়ে তদনত্ম রিপোর্টও জমা দিতে পারছে না৷ ফলে মামলার বিচার কাজ এখনও শুরু হয়নি৷ তদনত্ম টিম তদনত্ম রিপোর্ট নির্ধারিত সময়ে না দিতে পারার কারণে সময় চেয়েছিলেন৷ কমিশন তাদের সময় মঞ্জুর করেছে৷ সে অনুযায়ী তদনত্ম টিম কানাডার নথি প্রমাণের জন্য অপেক্ষা করছেন৷

শেয়ার করুন