সংলাপসহ আগামীতে নেয়া যেকোনো রাজনৈতিক পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ আরটিএনএন
চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন৷
দুপুর ১২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে৷
এমন সময় মির্জা ফখরুল এই আশাবাদ ব্যক্ত করলেন যখন নির্বাচনকালীন সরকার ইসু্যতে সরকার বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়ে চিঠি দিতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে৷ দু-একদিনের মধ্যে এই চিঠি দেয়ার কথা রয়েছে৷
প্রসঙ্গত, কিছুদিন আগে জেলে আটক থাকা অবস্থায় মির্জা ফখরুলের গলার রক্তনালীতে বস্নক ধরা পড়ে৷ সে সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন ছিলেন৷
চিকিত্সকরা তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিলে, পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেন৷