অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়া ঠিক হয়নি মন্তব্য করে মুশফিকুর রহিম বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন।বিসিবির সঙ্গে বসবেন মুশফিক
মুশফিকুর রহিম। ফাইল ছবি
মুশফিকের উদ্ধৃতি দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি।
মুশফিক বলেন, “আমি বুঝতে পেরেছি যে বিষয়টা বিসিবির সঙ্গে আলোচনা করা উচিৎ করা ছিল। তারাই আমাকে অধিনায়ক বানিয়েছে।”
ঘোষণাটা তার ভুল ছিল উল্লেখ করে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, “বিসিবির কর্মকর্তারা আলোচনা করবেন বলে জানিয়েছেন।”
জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দল একদিনের সিরিজ হারার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক।
সফরে দুই টেস্টের সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ।