বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।
আজ সোমবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, ওই দিন সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত