খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জন ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৮৭ ও ১০টি সংরতি কাউন্সিলর পদে ৪৮ জনের মনোনয়নপত্র দাখিল

0
175
Print Friendly, PDF & Email

আসন্ন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জন ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৮৭ ও ১০টি সংরতি কাউন্সিলর পদে ৪৮ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে কড়া পুলিশ প্রহরা ছিল। সাত ঘন্টাব্যাপী মনোনয়নপত্র জমা দেয়ার মেয়াদে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই এবং ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট এসএম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু ও মহানগর মুসলিম লীগের সভাপতি অধুনালুপ্ত পৌর কর্পোরেশনের প্রশাসক শেখ সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৮ সালের ৪ আগষ্ট সর্বশেষ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এক লাখ ৫৭ হাজার ৮১২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বিন্দ্ব মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পান এক লাখ ৩১ হাজার ৯৭৬ ভোট।

শেয়ার করুন