গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও আতলেতিকোকে এগিয়ে দেন।
৭২ মিনিটে সমতা নিয়ে আসেন বার্সার চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। এর ৯ মিনিট পর গ্যাবির আত্মঘাতী গোলে স্পেনের নতুন চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়ে যায়।
৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট সংগ্রহ করা বার্সার সামনে এখন একটি রেকর্ড স্পর্শ করার হাতছানি। বাকি তিন ম্যাচে জিততে পারলে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া ১০০ পয়েন্টের রেকর্ডের পাশে দাঁড়াতে পারবে তারা।
হেরে যাওয়ায় আতলেতিকোর রানার্স আপ হওয়ার আশা শেষ। ৩৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭২। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে রানার্স আপ হওয়া নিশ্চিত গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের।