‘এইস শোবিজ’-এর খবর অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেমি জানিয়েছেন যাত্রার সময় বাড়িতে থাকার মতো আরাম পাবার জন্যই তিনি হোটেলের বালিশ সঙ্গে নিয়ে আসেন। তবে তিনি আরও জানান পরবর্তীতে তিনি যে হোটেলে যান আগের হোটেলের বালিশটি সেখানে রেখে আসেন।
ডেমি আরও জানান, প্লেনে চড়ার সময় আরাম পাবার জন্য এই কাজটি করেন তিনি।
সাবেক ‘ক্যাম্প রক’ তারকা ডেমি বর্তমানে তার নতুন অ্যালবাম ‘ডেমি’-এর প্রচারণায় রয়েছেন ব্যস্ত। সম্প্রতি অ্যালবামটির গান ‘হার্ট অ্যাটাক’-এর ভিডিও প্রকাশ করেছেন তিনি। এ ছাড়াও জানা গেছে, আরও একটি ভিডিও তৈরির কাজ করছেন ডেমি। ভিডিওটি তিনি নিজেই পরিচালনা করবেন।