দেশের কথা চিন্তা না করে ক্ষমতা ধরে সরকার রাখতে মরিয়া হয়ে উঠেছে, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের তিনি একথা বলেন। মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযানের সমালোচনা করে সাবেক এই স্বৈরশাসক বলেন, এই বর্বরতা কখনোই মেনে নেয়া যায়না।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ বলেন, হেফাজতের পক্ষে এ ধরনের তাণ্ডব চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাদেরকে জড়িয়ে মিথ্যা গল্প বানানো হয়েছে। হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের একদিনের অবস্থান সরকার সহ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান। হেফাজতের গত ৬ এপ্রিলের লংমার্চ ও সমাবেশ প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, ‘শুক্রবার সরকার হরতাল দিয়েছিল, হেফাজত যাতে না আসতে পারে। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার হরতাল দেয়?