‘১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম’

0
113
Print Friendly, PDF & Email

১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলামউদ্ধারকর্মীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাতপানি পাঠানআমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখিসেই বোতলেরপানি আমি প্রতিদিন অল্প অল্প করে খেয়ে জীবন বাঁচাই

ভাঙ্গা ভাঙ্গাগলায় কথাগুলো বলছিলেন সাভারের রানা প্লাজার ভয়াবহ ভবন ধসের ১৭ দিন পরধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া নারী পোশাক শ্রমিক রেশমা

রেশমা বর্তমানে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন

আইসিইউতেচিকিসাধীন অবস্থায় রেশমা বলেন, “আমি ১৭ দিন পানি খেয়েবেঁচেছিলামভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়িপরে বাঁচার জন্য ভবনেঅবস্থিত নামাজ ঘরে চলে যাইউদ্ধারকর্মীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাতপানি পাঠানআমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখিসেই বোতলেরপানি আমি প্রতিদিন অল্প অল্প করে খেয়ে জীবন বাঁচাই

রেশমা আরওবলেন, “অন্যদের ফেলে যাওয়া খাবারও খেতামতবে মাঝে মাঝে বিভিন্ন ফুটো থেকেফোঁটায় ফোঁটায় পানি পড়তোএসব খেয়েই বেঁচেছিলামএক সময় খাবার শেষ হয়েগিয়েছিলতখন একটু একটু করে পানি খেয়ে বেঁচেছিলামনিঃশ্বাস নিতে পারছিলামশেষের দুই দিন পানিও শেষ হয়ে যাওয়ায় কিছুই খাওয়া হয়নি

ভবন ধসের৪০৮ ঘণ্টা পর ধসে যাওয়া রানা প্লাজা থেকে উদ্ধার রেশমা আরো বলেন, “উদ্ধারকর্মীরা যখন উদ্ধার কাজ চালাচ্ছিলেন, তখন আমি বড় বড় যন্ত্রের শব্দশুনতে পেতামশব্দ শুনে আমি বিশ্বাস করি, আল্লাহ হয়তো আমাকে এখান থেকেউদ্ধার করে নিয়ে যাবেন

সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড়পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিসা চলছেতাকে স্যালাইন দেওয়া হয়েছেসাবধানে খাবার দেওয়া হচ্ছেতার চিকিসায় মেডিকেল বোর্ড করা হয়েছে

রেশমারগ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে তুলসিবাড়ি গ্রামেতারা তিন বোন, দুইভাইসবার ছোট রেশমাসাত মাস আগে স্বামী রাজ্জাক তাকে ছেড়ে চলে যান

রানা প্লাজার তৃতীয় তলায় নিউ ওয়েভ বটমস নামের কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমাএখানে তিনি দেড় বছর ধরে কাজ করে আসছেন

শুক্রবারবেলা ৩টা ২০ মিনিটের দিকে রেশমাকে জীবিত সন্ধান পাওয়া যায়রানা প্লাজারবেসমেন্টে নামাজ পড়ার স্থানে আটকে ছিলেন ১৭ দিনএরপর ৪টা ২৫ মিনিটে তাকেধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রথমে একটি জিআই পাইপ নড়ে ওঠার বিষয়টি একজনের চোখে পড়েএরপর কাছে গেলেফুটো দিয়ে রেশমার কণ্ঠস্বর বলেনএরপর ৪৫ মিনিটের উদ্ধার অভিযানে তাকেউদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়

 

শেয়ার করুন