হরতাল-পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে বলে চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
বিএনপির সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বিএনপি সরকারকে যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামের পরবর্তী কর্মসূচি কী হবে, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।