সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে বৃহস্পতিবার ভোর থেকেদুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের১৬তম দিনে উদ্ধার করা মরদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯২১ জনে। এর মধ্যে ৬৫৯জনের মৃতদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাস্থলেস্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পবার ভোর থেকেসাড়ে ১২টা পর্যন্ত ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার সকাল৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরাজানান, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত।ফলে মরদেহ শনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতাসোহেল রানার মালিকানাধীন নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতেব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুইহাজার ৪৩৭ জন শ্রমিককে।সাভারের মর্মান্তিক এ ঘটনায় আন্তর্জাতিকঅঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশের পোশাকশিল্প। আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও), জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় মুখর হয়েছে।এমনকি বিদেশি ক্রেতাদের কয়েকটি পোশাক কারখানার পরিবেশ ও মান নিয়ে প্রশ্নতুলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না বলে জানিয়ে দিয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে শতাধিক পোশাক শ্রমিকের প্রাণহানি হয়।