ভোলায় কালবৈশাখী ঝড়ে ২ শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ২০

0
182
Print Friendly, PDF & Email

 

ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশনের উপর দিয়ে সোমবার বিকেলে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছেএ সময় ঘরচাপা পড়ে আহত হয়েছে অন্তত ২০জনক্ষতিগ্রস্থ হয়েছে ফসলি জমিউপড়ে গেছে অর্ধশতাধিক গাছপালাস্থানীয়রাজানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বর্ষণ ওকালবৈশাখী ঝড় হয়এতে জেলার বোরহানউদ্দিন উপজেলা সদর ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও গঙ্গাপুর ইউনিয়নের ৩০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়

অপরদিকে, চরফ্যাশন পৌরসভার ১, , ৪ ও ৫নং ওয়ার্ডসহ উপজেলার আমিনাবাদ, জিন্নাগড়, আসলামপুর ইউনিয়নের ১২টি গ্রাম ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে গেছেবিধ্বস্ত হয়েছে  দুইশতাধিক ঘরবাড়িঘরচাপা পড়ে আহত হয়েছে ২০ জনঘরবাড়ি হারিয়ে বিধ্বস্তএলাকার মানুষ খোলা আকাশের নিচে রয়েছে

চরফ্যাশন উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম জানান,   বিষয়ে জরুরি মিটিংচলছেক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে
 
এদিকে, সদরউপজেলা শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড় আঘাত হেনেছেএতে হতাহতের কোনো খবর পাওয়াযায়নিতবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে

 

শেয়ার করুন