পূর্ব বিরোধের জের ও বামিহাল বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রæপের আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়ায় এক পক্ষের হামলায় অপর পক্ষের ২জন গুলিবিদ্ধসহ ৩জন আহত হয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার শুকাস ইউনিয়নের বামিহাল বাজার এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোসা উদ্ধার করেছে। আর এঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টায় স্থানীয় আ’লীগ নেতা আফজার হোসেন তার বসত বাড়ির উঠানে বের হলে ফরিদ গ্রæপের সেলিম ও মুর্শিদুলের নেতৃত্বে ৭থেকে ৮জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা করে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় আফজালের ভাবী ও ভাতিজা তাকে উদ্ধারে এগিয়ে আসলে তাদের ওপর গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধরা হল আফজাল হোসেনের ভাবী শিল্পি (৩০) ও ভাতিজা সোহান (১৬)। স্থানীয়রা আহত ৩জনকে উদ্ধার করে সিংড়া ¯^াস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে পরে রাজশাহী মেডিকেল নেয়া হয়। এলাকাবাসীরা আরও জানায়, দীর্ঘ দিন থেকে আ’লীগ কর্মী আফজাল গ্রæপের সঙ্গে একই দলের ফরিদ গ্রæপ’র বিরোধ চলে আসছে। আর এরই জের হিসেবে এঘটনা ঘটেছে। তবে বর্তমানে ফরিদ জেল হাজতে থাকায় তার ভাই আব্দুল কুদ্দুস’র নির্দেশে এঘটনা ঘটেছে বলে দাবি করেন আহতদের পরিবার।
উল্লেখ্য গত ২২মে/১২ তারিখে স্থানীয় এই আওয়ামীলীগের দুই গ্রæপের ধাওয়া পাল্টা ধাওয়ায় আফজাল গ্রæপের জয়নাল আবেদীন ও আফতাব উদ্দীন গুলিবিদ্ধ হয় এবং ২৫সেপ্টে¤^রে মজিবর রহমান নামের এক কৃষকের পা কেটে নেয় আফজাল গ্রæপের লোকজন। তাছাড়া ২০০৫সালের ২৮ডিসে¤^র বামিহাল পুলিশ ফাঁড়ি লুটের পর সেটি তুলে নেয়ায় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এলাকার সচেতন মহল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজুর রহমান ঘটনার সত্যতা ¯^ীকার করে জানান, বামিহাল বাজারে আধিপত্য বিস্তার ও পূর্বের জের ধরে এঘটনা ঘটছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।