নওগাঁ -৫ সংসদীয় আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।সোমবার বিকেল ৫টায় নওগাঁ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার এএসএম নুরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।এসময় তিনি জানান, নির্বাচনী তফশিল অনুযায়ী মোট ৬ জন প্রতিদ্বন্দ্বীতার জন্যমনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে ৫ জনের মনোনয়নপত্রে ত্রুটি ধরা পরলেসেগুলো বাতিল করা হয়। এদের মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাড.তোফাজ্জল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী ইসহাক আলী নির্বাচনী বিশেষট্রাইবুনালে রিট করেন।রোববার শুনানিতে তাদের আবেদন খারিজ হলে মো.আব্দুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। আগামী ২৫ মে এই আসনেরউপনির্বাচন হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, গত ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুলজলিল মারা যাবার পর এ আসনটি শূন্য হয়।এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায়নির্বাচিত হবার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আব্দুল মালেকবাংলানিউজকে বলেন, ‘‘সকল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে এলাকার উন্নয়নকরা হবে।’’
প্রয়াত আব্দুল জলিলের স্বপ্ন বাস্তবায়ন ও অসমান্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।