হেফাজতে ইসলামের সহিংস তাণ্ডবের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামীতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনঅনুষ্ঠানের জন্য এখনই উপযুক্ত সময় একটি পথ বের করা।সোমাবারসন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথাবলেন মজীনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে সাড়ে ৫টা থেকে পৌনে সাতটাপর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।রাজধানীতে রোববারের হেফাজতে ইসলামেরতাণ্ডবের ঘটনা নিয়ে মজীনা বলেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশএকটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই শান্তিপূর্ণ সমাবেশকরার অধিকার রয়েছে।আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বানকে ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন মজীনা।
আগামী২৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টনারশিপ ডায়লগ (সংলাপ) নিয়ে পররাষ্ট্র সচিবেরসঙ্গে এই বঠক অনুষ্ঠিত হয়। গত বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটনে প্রথম পর্যায়েরসংলাপ অনুষ্ঠিত হয়েছিল।সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার কথা উল্লেখ করে মজীনা বলেন, এখনই উপযুক্ত সময় পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়া।মানসম্মতফ্যাক্টরি ও প্রশিক্ষিত শ্রমিক থাকলে এমন ঘটনা ঘটতো না উল্লেখ করে মজীনাবলেন, পরিবেশের উন্নয়ন না হলে যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন এবং কানাডাসহবিভিন্ন দেশে পোশাক রফতানি হুমকির মুখে পড়তে পারে।