স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গতকাল রোববার রাজধানীতে যেতাণ্ডব চালানো হয়েছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই নারকীয় ঘটনায় বিএনপিও জামায়াত উসকানি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্ত্রী বলেন, যারা এঘটনায় উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে।
আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, হেফাজতেইসলামের আর কোনো কর্মকাণ্ডে সরকার ছাড় দেবে না।
মন্ত্রী আরও বলেন, বিএনপি রাষ্ট্রের শত্রুদের সমর্থন দিয়েছে। বর্তমান পরিস্থিতি সরকারেরনিয়ন্ত্রণে রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে পরিস্থিতিমোকাবিলায় সরকার আরও কঠোর হবে।