মুক্তি পেলেন মির্জা ফখরুল

0
116
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেনআজসোমবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলবিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ে আসেন
গতকাল রোববারপৃথক পাঁচ মামলায় মির্জা ফখরুলের ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্টএসব মামলায় জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনি কোনো বাধা নেইবলে গতকাল তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন
আদালত সূত্র জানায়, গত ২ মার্চরাজধানীতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা, পল্টন ওশাহজাহানপুর থানায় পুলিশের করা পাঁচটি মামলায় মির্জা ফখরুলকে আসামি করাহয়তিনি এসব মামলায় ১০ মার্চ উচ্চ আদালত থেকে আগাম জামিন পানপরে নিম্নআদালতে আত্মসমর্পণ করলে অন্য নেতাদের সঙ্গে ফখরুলকেও কারাগারে পাঠানো হয়কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়এরপর তিনিজামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন

 

শেয়ার করুন