হেফাজতের শত শত লাশ গুম হয়েছে, দাবি বিএনপির

0
120
Print Friendly, PDF & Email

মতিঝিলে গতরাতে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের সহস্রাধিকনেতা-কর্মী নিহত হয়েছেন এবং তাঁদের শত শত লাশ গুম করা হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি
আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ দাবি করেনএর আগে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়
খোকার দাবি, হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার মধ্যরাতে হামলা চালিয়েছেএটিকে তিনি গণহত্যাহিসেবে উল্লেখ করেনতাঁর দাবি, ১৯৭১ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী যে অপরাধ হয়েছিল, রোববার দিবাগত রাতের ঘটনা তাকেও হার মানিয়েছেতিনি বলেন, যদি আরও রক্ত দিতে হয়, বিএনপি দেবে, তবু এইঅগণতান্ত্রিক অবস্থাচলতে দেওয়া হবে নাপ্রয়োজনে ৬০ লাখ মানুষ প্রাণ দেবে
হেফাজতে ইসলামের গতকালের কর্মসূচিকে রাজনৈতিক উল্লেখ করে সাদেক হোসেন খোকা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলার ঘটনা অতীতে ঘটেনিতিনি অভিযোগ করেন, এখন কওমি মাদ্রাসা সরকারের হামলার লক্ষ্যবস্তুতিনি বর্তমান পরিস্থিতির জন্য শাহবাগের গণজাগরণ মঞ্চকে দায়ী করে বলেন, এ মঞ্চ ভেঙে দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপির বক্তব্যই সঠিকএই গণজাগরণ মঞ্চের কারণে দেশে গৃহযুদ্ধ ও হানাহানি পরিস্থিতির সৃষ্টি হয়েছেএই অস্থির অবস্থার দায় সরকারকে নিতে হবে
বায়তুল মোকাররম এলাকায় পবিত্র কোরআনে আগুন দেওয়া ও সাংবাদিকদের ওপর হামলার জন্য স্বেচ্ছাসেবক লীগকে দায়ী করেন বিএনপির এই নেতাতাঁর দাবি, দেবাশীষ নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে ওই সব ঘটনা ঘটেছে
বিএনপির সূত্র জানায়, রাতে ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসেখান থেকে জোটের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে
আজ বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ করার কথা ছিলকিন্তু ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত হয়পরে এই সংবাদ সম্মেলন করা হয়

শেয়ার করুন