আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রোববাররাতে হেফাজতে ইসলামকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেভাবে সব জায়গায়তাদের প্রতিহত করা হবে। এদের নৈরাজ্য আর সহ্য করা হবে না।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।
তিনিবলেন, “হেফাজতে ইসলাম কোনো ধর্মীয় দল নয়। কোনো ধর্মীয় দল ধর্মের দোহাইদিয়ে বই-পুস্তক পোড়াতে পারে না। তারা স্বর্ণের দোকান লুটপাট করেছে, কোরআনশরীফ পুড়িয়েছে, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। কোনো মুসলমান এই কাজকরতে পারে, এটা মুসলমানরা বিশ্বাস করতে পারেন না।”
হানিফ কোরআন শরীফ ও কোরআন হাদিসের বই পোড়ানোর জন্য হোফাজত নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
খালেদাজিয়ার সমালোচনা করে তিনি বলেন, “হেফাজতে ইসলাম যখন নৈরাজ্য করছে, তখনখালেদা জিয়া তার নেতাকর্মীদের হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোরমাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আরো উস্কে দিয়েছেন। এটা জাতির জন্যলজ্জাকর।”
হেফাজতে ইসলাম জামায়াতের ‘বি’ টিম হিসেবে কাজ করছেঅভিযোগ করে হানিফ বলেন, “খালেদা জিয়ার আল্টিমেটাম ও হেফাজতের কর্মসূচিপরিকল্পিত। তা না হলে হেফাজত এমন ধ্বংসযজ্ঞ করার সাহস পেতো না।”
সংবাদসম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএআজিজ, সহ সভাপতি মুকুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।