শিগগিরই ট্যাবলেটের যুগের ইতি ঘটতে চলেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেনব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। তাঁর মতে, আগামী পাঁচ বছরেরমধ্যেই ট্যাবলেট থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ। আর এ সময়ের মধ্যেব্ল্যাকবেরি হয়ে উঠবে জনপ্রিয় স্মার্টফোন। তবে বাজার-গবেষকদের সাম্প্রতিকতথ্য হেইন্সের মতের সঙ্গে মিলছে না।
বছরের প্রথম তিন মাসে ট্যাবলেটেরবিক্রি বেড়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক একটি গবেষণারতথ্য অনুযায়ী, ২০১২ সালের প্রথম তিন মাসের ট্যাবলেট বিক্রির তুলনায় চলতিবছরের প্রথম তিন মাসে ১৪২ দশমিক ৪ শতাংশ ট্যাবলেট বিক্রি বেড়েছে।
গবেষকেরা জানিয়েছেন, বছরের প্রথম তিন মাস অর্থাত্ প্রথম প্রান্তিকে ট্যাবলেট বাজারে এসেছে অনেক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
চলতিবছরের প্রথম তিন মাসের হিসাবে সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট ব্র্যান্ডেরতালিকার শীর্ষস্থান অ্যাপলের। বাজারের ৩৯ শতাংশের বেশি আইপ্যাডের দখলে। এবছরের প্রথম তিন মাসে প্রায় পাঁচ কোটি ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে, যারমধ্যে আইপ্যাড প্রায় দুই কোটি। ট্যাবলেট বাজারের প্রায় ১৮ শতাংশ দখল দিয়েদ্বিতীয় স্থানটি স্যামসাংয়ের।