সিদ্ধিরগঞ্জ-শিমরাইল-সাইনবোর্ডে সংর্ঘষ, নিহত ৩

0
156
Print Friendly, PDF & Email

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}

শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হটিয়েদিলেও সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে হেফাজতের কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থেমেথেমে সংঘর্ষ চলছেসংর্ষষে তিনজন নিহত হয়েছেননিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছেতার নাম- সাইফুল ইসলাম(২৫)বাড়ি আড়াইহাজারের পুরিন্দায়তিনি সিদ্ধিরগঞ্জে বসবাস করতেনমা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন কাইয়ুম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন

সোমবারভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত মাদানী নগর মাদরাসা ওএর আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের সঙ্গে র‌্যাব-পুলিশের দফায় দফায় সংঘর্ষ ওধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছেএ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানেরবিপুল সংখ্যক গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা

উত্তেজিত মাদ্রাসাছাত্ররা এ সময় মাদ্রাসা সংলগ্নঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ারজ্বালিয়ে অবরোধের সৃষ্টি করেশেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচলসম্পূর্ণ বন্ধ ছিলো

সোমবার ভোরে সংঘটিত ওই সংঘর্ষের পর বিপুলর‌্যাব, পুলিশ ও বিজিবি ওই মাদ্রাসার চারদিকে অবস্থান নেয়অন্যদিকেমাদরাসার মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে লাঠিসোঁটা নিয়ে বের হওয়ার আহবান জানানোহয়

র‌্যাব ও পুলিশের একটি দল তল্লাশি চালানোর জন্য মাদ্রাসায় প্রবেশ করলে ছাত্ররা এতে বাধা দেয়, এ সময় শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ

এদিকেএকই সময় সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় কয়েক হাজারহেফাজত কর্মীতাদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবএছাড়াছাত্রলীগ ও যুবলীগের কয়েকশনেতাকর্মীকেও সেখানে লাঠি নিয়ে অবস্থান করতেদেখা যায়

সকাল থেকেই সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত পুরো এলাকায়ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে হেফাজতের কর্মীরাতাদের মোকাবেলায় শিমরাইল মোড়ে অবস্থান নেয় বিপুল সংখ্যক র‌্যাব,পুলিশ ওবিজিবিএ সময় শুরু হয় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি, রাবার বুলেট ওটিয়ার শেল নিক্ষেপকমপক্ষে দেড় শতাধিক লোক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও আরওঅসংখ্য লোক আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা   

শেষ খবরপাওয়া পযন্ত শিমরাইল থেকে সাইন বোর্ড পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানেহেফাজতের কর্মীদের সঙ্গে র‌্যাব-পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসংঘর্ষ চলছিলো

 

শেয়ার করুন