‘রক্ষণশীল ভারত!’

0
163
Print Friendly, PDF & Email

 

গত অর্ধশতাব্দীতে উপমহাদেশের দেশগুলোতে লোকাচার আর পশ্চিমা আচারের বিবাদবেড়েছে না কমেছে, তা তর্কসাপেক্ষতবে ভারতে ভিনদেশি আচারকে যে বরদাশতকরা হচ্ছে না, সেটি পরিষ্কার হতে শুরু করেছেআফগানিস্তানের কট্টর ওরক্ষণশীল তালেবান সমাজের মতো ভারতীয় সমাজও পশ্চিমা উদারপন্থীদের কাছেআতঙ্কের বিষয় হিসেবে দেখা দিচ্ছেবহু সংস্কৃতির ভারতীয় সমাজকে যেন তালেবানভূতে ধরেছে
ভারতের ক্রমবর্ধমান এ রক্ষণশীলতায়দেশটিতে সক্রিয় অনেকবিদেশি সংস্থা এখন আতঙ্কে ভুগছেএর সর্বশেষ প্রমাণ হলো, কর্মীদের প্রতিএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) জারি করা নতুন নির্দেশভারত ভ্রমণের সময়খোলা পা প্রদর্শন না করতে বা আঁটসাঁট পোশাক না পরতে সম্প্রতি কর্মীদেরপ্রতি নির্দেশ জারি করেছে ব্যাংকটিকারণ হিসেবে সংস্থাটি বলেছে, ওসব আচরণকরলে কর্মীরা পথেঘাটে যৌননিপীড়নের শিকার হতে পারেন
ম্যানিলাভিত্তিকএডিবি এখন উত্তর প্রদেশে তার চার হাজার প্রতিনিধিকে নিয়ে ৪৬তম বার্ষিক সভাচালাচ্ছেএ সভায় অংশ নেওয়া প্রতিনিধিদের প্রতি নতুন নির্দেশ জারি করাহয়েছে
সভায় অংশ নিতে ৬৭টি দেশ থেকে যেসব প্রতিনিধি এসেছেন, তাঁরা নয়দা, গ্রেটার নয়দা ও দিল্লির বিভিন্ন হোটেলে অবস্থান করবেনসংস্থাটি জানিয়েছে, সভায় বিশ্ব অর্থনীতি, এশিয়ার চ্যালেঞ্জ ও উন্নয়ন বিষয়ে আলোচনা হবে
এডিবিরওয়েবসাইটে প্রতিনিধিদের জন্য টুকিটাকি তথ্যে বলা হয়েছে, ভারতীয়রা পোশাকেরব্যাপারে ভীষণ রক্ষণশীলতাই নারীদের বাইরে বের হওয়ার সময় শালীন পোশাকে, বিশেষত পা ঢেকে রাখতে বলা হয়েছে
এডিবির উপদেষ্টা ওই ওয়েবসাইটে বলেন, ‘ট্রাউজারস চলবে, তবে শর্টস বা খাটো স্কার্ট অনেককেই আহত করবেভারতীয় উষ্ণআবহাওয়ায় শীতল থাকতে চাইলে, সুতি কাপড়ই ভালোপায়ে চপ্পল হলেই ভালো
ওয়েবসাইটটিররিড মোরবাটনে ক্লিক করলে ট্রাভেল ইন্ডিয়া ডটকম ওয়েবপেজ খুলবেভারতভ্রমণে কী কী করা উচিত বা উচিত নয়, তা সেখানে বিস্তারিত বলা আছেছবি তোলা, তীর্থস্থানে যাওয়া, খাবার খাওয়া, সময়ের ধারণা, বকশিশ দেওয়া, দিবানিদ্রা বাহুট করে কিছু বলে ফেলার মতো অনেক বিষয়ে করণীয় বাতলে দেওয়া হয়েছেওয়েবসাইটটিতে
সমকামীদের জন্যও একটি অংশ আছেসেখানে বলা হয়েছে, ‘ভারতেভ্রমণের সময় আপনি দেখবেন অনেক পুরুষ একে অপরের হাত ধরে চলছেএকে যৌনসম্পর্ক হিসেবে দেখবেন না, হয়তো এদের কেউই সমকামী নয়ভারতীয় সমাজেসমকামীরা সাধারণত গোপনীয়তা বজায় রেখে চলে, কারণ ওখানে সমকামিতা গ্রহণযোগ্যনয়ওখানে নিজেকে সমকামী ঘোষণা করার অর্থ হলো, আপনি পরিবার ও বন্ধুদের জন্যঅসম্মান বয়ে আনলেনআরও বলা হয়, বড় বড় শহরে বা অভিজাত সমাজে সমকামিতানিষিদ্ধ নয়, তবে জনসম্মুখে পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শনে সাবধান হওয়াভালো
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ‘প্রকাশ্যে আলিঙ্গন করা বা চুমু খাওয়ারমতো আচরণ (সমকামীসহ) সবার জন্য পরিত্যাজ্যভারতে সমকামিতা বেআইনি এবংদেশটির ফৌজদারি আইন অনুযায়ী সমকামীদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারেযেহেতু ভারতে আইনের কড়াকড়ি প্রয়োগ হয়, তাই সেখানকার কারাগারগুলো এখনহাজতিতে পূর্ণ
আরেক অংশে বলা হয়েছে, ভারতে চুমু খাওয়া বা আলিঙ্গনকেযৌনকর্মের অংশ বলে মনে করা হয়তাই ভ্রমণকারীদের এসব করা থেকে বিরত থাকতেউপদেশ দেওয়া হয়েছে, ‘দম্পতিদের হাত ধরাধরি করাও ভালো চিন্তা না
খাওয়ারপদ্ধতি বিষয়ে বলা হয়েছে, ‘শক্ত বা তরল খাবার খাওয়ার সময় তাতে ঠোঁট লাগবেননা, কারণ ভারতীয় সমাজে এঁটো খাবারকে খুব খারাপ চোখে দেখা হয়
উদাহরণহিসেবে, ‘রুটিতে একটি কামড় দিয়ে অন্যের দিকে বাড়িয়ে দিলেন, এমনটি করবেন নাযখন কোনো বোতল বা কাপ থেকে তরল কিছু খাবেন, তখন পাত্রে ঠোঁট লাগাবেন না, খাবার সরাসরি মুখে ঢেলে দিনএসব আচরণ আপনাকে হেপাটাইটিসের মতো জীবাণুরসংক্রমণ থেকে রক্ষা করবেখাওয়ার আগে ও পরে হাত ভালো করে ধোয়া ভারতেরকৃষ্টির অংশ

 

শেয়ার করুন