ওয়ানডেতে বড় জয়ে শুরু

0
206
Print Friendly, PDF & Email

ব্যাট হাতে নাসির হোসেন, এরপর বল হাতে আলো ছড়ালেন জিয়াউর রহমানতাঁদের হাতধরে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২১ রানের বড় জয়পেয়েছে বাংলাদেশ
এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশজবাবে ৩২.১ ওভার খেলতেই মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে
বাংলাদেশেরজয়ের নায়ক জিয়াউর রহমান৯ ওভার বল করে ৩০ রান খরচায় পাঁচটি উইকেট শিকারকরেন এই ফাস্ট-মিডিয়াম বোলারশফিউল ইসলাম নেন দুটি উইকেটএ ছাড়া একটি করেউইকেট নেন রবিউল ইসলাম ও আবদুর রাজ্জাক
এ ম্যাচে বাংলাদেশের বড়সংগ্রহের কারিগর ছিলেন নাসির হোসেনদীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রেখে ৬৮ রানকরেন তিনিদলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন মমিনুল হক
২৭০রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়েশফিউল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন রেজিস চাকাবা (১)১৩ রানের মাথায়সিকান্দার রাজাকেও (৩) ফেরান শফিউলতৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েপ্রাথমিক ধাক্কা সামলে নেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরতবে এইদুই ব্যাটসম্যানের বিদায়ের পর পথ হারায় জিম্বাবুয়ে
৩৩ রান করা টেলরকেফেরান আবদুর রাজ্জাকব্যক্তিগত ১০ রানে রানআউট হন সিন উইলিয়ামসদলীয়সংগ্রহ তখন ৯৩ রানম্যাচের ২০তম ওভারে হ্যামিলটন মাসাকাদজা (৩৮) ও এলটনচিগুম্বুরাকে (০) সাজঘরমুখী করেন জিয়াউর রহমাননিজের পরের ওভারে বল করতেএসে জিয়াউর ফেরান প্রসপার উতসেয়াকে (০)জিম্বাবুয়ের সংগ্রহ তখন ৭ উইকেটে৯৩ রান! এর পরও যে স্বাগতিকদের সংগ্রহটা ১৪৮ পর্যন্ত গেছে, এর কৃতিত্বশিঙ্গি মাসাকাদজার৩৩ রান করে আউট হন তিনিজিম্বাবুয়ের ইনিংসের ইতিসেখানেই
দলীয় ৯৪ রানের মধ্যে চারটি উইকেট হারায় প্রথমে ব্যাট করাবাংলাদেশসেই বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে মমিনুল-নাসিরের ৭৬ রানের জুটিতেদলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে থাকা মমিনুল হন৬৮ রান করানাসির হোসেন যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১৪বাংলাদেশের চ্যালেঞ্জিংসংগ্রহ নিশ্চিত হয় শেষের দিকে মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে
জিম্বাবুয়েরসফলতম বোলার শিঙ্গি মাসাকাদজা৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেনতিনি৫২ রান খরচায় দুটি উইকেট নেন টেন্ডাই ছাতারা

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৬৯/৮ (৫০ ওভার)
নাসির ৬৮, মমিনুল ৩৮, মাহমুদউল্লাহ ৩৬, তামিম ৩১
শিঙ্গি ৪/৫১, ছাতারা ২/৫২
জিম্বাবুয়ে: ১৪৮/১০ (৩২.১ ওভার)
হ্যামিলটন ৩৮, টেলর ৩৩, শিঙ্গি ৩৩
জিয়াউর ৫/৩০, শফিউল ২/৩৯
ফল: বাংলাদেশ ১২১ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০-তে এগিয়ে

 

শেয়ার করুন