মাননীয় মন্ত্রী, আপনার জন্য একটি তথ্য—
পৃথিবীর ইতিহাসে ভবনধসেরl যত ঘটনা ঘটেছে তাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে এই রানা প্লাজাধসে। শনিবার দুপুর পর্যন্ত ৫৫২ জনের লাশের হিসাব পাওয়া গেছে। এখনো নিখোঁজআছে কয়েক শ পোশাকশ্রমিক।
সর্বোচ্চ প্রাণহানি হয়েছিল ২০০১ সালে টুইন টাওয়ার ধসে। সেখানে মৃতের সংখ্যা ছিল দুই হাজার ৯৯৬ জন।l
তৃতীয় অবস্থানে আছে ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে স্যামপং ডিপার্টমেন্টাল স্টোরে ধস। সেখানে মৃতের সংখ্যা ছিল ৫০২ জন।l
মাননীয়মন্ত্রী, আপনি হিসাবেরই লোক। এই লাশের হিসাবটা তো বুঝতে অসুবিধা হওয়ারকথা নয় আপনার। আবারও বলছি, ভবনধসে মৃত লোকের দিক দিয়ে সারা বিশ্বে আমরাএখন দ্বিতীয়।