হেফাজতের পাশে থাকার আহবান খালেদার

0
129
Print Friendly, PDF & Email

 

হেফাজতে ইসলামের মিছিলের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদেরগ্রেপ্তার দাবি করেছে বিএনপিশাপলা চত্বরের সমাবেশে যাওয়ার পথে হেফাজতেরনেতা কর্মীদের উপর হামলা করা হয় বলেও দাবি করেছে প্রধান বিরোধী দলরোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু এই অভিযোগ করেনতিনিবলেন, “হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ এই কর্মসূচি একমাস আগে ঘোষণা করাহয়েছিলোএই সংগঠনের ধর্মপ্রাণ নেতা-কর্মীদের ওপর সরকারের অনুগত বাহিনীযুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছেএতে অনেকে হতাহত হয়েছেনআমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাইসন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়দুদুবলেন, ‘‘ সরকারের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে হেফাজত কর্মীরা সারাদেশথেকে ঢাকা এসেছেনতারা মুসাফির, আমাদের অতিথিবিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া তাদের পাশে থাকার জন্য ঢাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন’’

দেশেরবর্তমান পরিস্থিতিকে সংকটজনক অভিহিত করে তিনি বলেন, ‘‘ দেশের শান্তি ওস্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি সরকারকেমেনে নিতে হবেএর কোনো বিকল্প নেইআমাদের নেত্রী শনিবার শাপলা চত্বরেরসমাবেশে বলেছেন- নির্দলীয় সরকারের দাবি নিয়ে আপত্তি থাকলে অন্য নামের বিষয়েআসুন আমরা আলোচনা করি, যাতে একটি জায়গা আমরা সবাই ঐক্যমতে পৌঁছুতে পারি’’

সংবাদসম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, মহানগর সদস্য সচিব আবদুসসালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুললতিফ জনি, আসাদুল করীম শাহিন, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন

 

শেয়ার করুন