হেফাজত ইসলামকে শান্তিপূর্ণ সমাবেশ করে সন্ধ্যার আগে ঢাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “ওরা আলবদর, আলশামস ও রাজাকারদের দল। ওরা এবার ঢাকায় আসতে পেরেছে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে এরপর তাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধে যেভাবে আলবদরদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, সেভাবেই হেফাজতকে মোকাবেলা করা হবে।”
তিনি বলেন, “যদি তারা বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় তাহলে সরকারের যা যা করার দরকার তাই করবে।”
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “আমি টেলিভিশনে দেখেছি, অনেকেই আলবদর, আল শামসের সন্তান। এরাই এখন ইসলাম রক্ষার নামে মাঠে নেমেছে।”“হেফাজতে ইসলাম দাবির নামে রাজধানীর বিভিন্ন এলাকায় বোমা হামলা করছে, আগুন দিয়েছে। আমরা অনেক সহ্য করেছি। আমরা বরদাস্ত করা হবে না।”