বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দলটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর জামিন পাননি।তবে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর একক (তৃতীয় বেঞ্চ) এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ১১ মার্চ বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়। হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
গত ১৭ এপ্রিল এ মামলায় দ্বিধাবিভক্ত আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করেন। তবে কনিষ্ঠ বিচারপতি জামিন না দিয়ে কেন জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন।
বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মইনুল হোসেনের বেঞ্চে পাঠানো হয়। রোববার বিচারপতি মইনুল হোসেন চৌধুরী কনিষ্ঠ বিচারপতির সঙ্গে একমত পোষণ করে ওই আদালতের দেওয়া রুল বহাল রাখেন বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।