ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারকে গ্রেফতারের দাবি করেছেন হেফাজত ইসলামের নেতা হযরত মাওলানা মোহাম্মদ মাহমুনুল হক।ঢাকা মহানগরের এই নেতা রোববার হেফাজতের অবরোধ পরেবর্তী সমাবেশে এ দাবি করেন।তিনি বলেন, “আল্লামা আহম্মদ শফি এক মাস আগে ১৩ দফার আল্টিমেটাম দিয়েছিলেন।কিন্তু এখনও সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। এই দাবি নিয়ে শাহরিয়ার কবির ও ইমরান এইচ সরকার নানা ধরনের মন্তব্য করেছেন।” তিনি আরও বলেন, “আপনাদের মসনদ ধসে পড়বে।“ ইমরান এইচ সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাকে ঢাকাসহ কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “১৩ দফা দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে থাকবো।” দিনাজপুর জেলা প্রতিনিধি মাওলানা মতিউর রহমান কাসেমি বলেন, “১৩ দফা ফিরিয়ে এনে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।”