হেফাজতের সমর্থনে বিএনপির মিছিল

0
118
Print Friendly, PDF & Email

 

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিরোববার দুপুর ১২টায় শ্যামপুর-পোস্তগোলা ব্রিজ ও বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করে তারাকেন্দ্রীয়বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকা-৪ ও ৫ আসনের সমন্বয়কারী তানভীর আহম্মদরবিনের নেতৃত্বে মিছিল হয়এ সময় শত শত নেতা-কর্মী মিছিলে অংশ গ্রহণ করেনমিছিলটি শ্যামপুর থেকে শুরু হয়ে পোস্তগোলা ঢাকা-৫৪ নং (নতুন) ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়

সময় নেতা-কর্মীরা ওই কার্যালয়ের সামনে আ.লীগ নেতা-কর্মী ও সরকারেরবিরুদ্ধে স্লোগান দেয়পরে সেখানে হেফাজতের অবরোধকে সমর্থন জানিয়ে শেষ হয়

 

শেয়ার করুন