বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মাথায়অস্ত্রপচার হবে রোববার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিউরো সার্জন ডা: সৈয়দসাঈদ আহমেদের তত্ত্বাবধানে তার অস্ত্রপচার সম্পন্ন হবে।বিএনপিচেয়ারপারসনের কার্যালয় সূত্র জানান, ডা: সৈয়দ সাঈদ আহমেদের অধীনে একদলচিকিৎসক নজরুল ইসলাম খানের মাথায় অস্ত্রপচার করবে। গত ৬ মার্চ বিএনপিকার্যালয়ের সামনে একটি সমাবেশ শেষে পুলিশের ছররা গুলিতে নজরুল ইসলাম খানগুরুতর আহত হন।তার মাথায় ও শরীরে বেশ ক’টি গুলি লাগে। সেই সময়েহাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরের গুলি অপসারণ করা হয়। মাথায়বিঁধে যাওয়া গুলি রোববার অস্ত্রপচার করে অপসারণ করা হবে। তিনি দেশবাসীরকাছে তার আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ৩০এপ্রিল সিঙ্গাপুর থেকে চিকিৎসাসেবা গ্রহণ করে দেশে ফিরেছেন শ্রমিক দলসভাপতি নজরুল ইসলাম খান। ১ মে নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিতসমাবেশে সভাপতিত্ব করেন তিনি।