বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।রোববার সন্ধ্যায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে অংশ নেওয়ার জন্য সকালের মধ্যেই স্থায়ী কমিটির সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনের কৌশল ও করণীয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম, হেফাজতের কর্মসূচি ইত্যাদি সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনার জন্যই মূলত এই জরুরি বৈঠক বলে জানিয়েছে দলীয় সূত্র।বিএনপি চেয়ারপারসন এ বৈঠকে সভাপতিত্ব করবেন।