তোপখানা রোডে শটগানের গুলিতে একটি মিছিল ছত্রভঙ্গ করে ৬ জনকে আটক করেছে পুলিশ।রমনা জোনের এডিসি শিবলী নোমান জানিয়েছেন, হেফাজতের আড়ালে মিছিলটি ছিলো শিবিরের।
প্রত্যক্ষদর্শীরাজানান, সকাল সোয়া দশটার দিকে সচিবালয়ের উল্টো দিকে বিএমএ ভবনের গলি থেকেএকটি মিছিল বের হয়ে পল্টনের দিকে যেতে থাকলে বাধা দেয় পুলিশ। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ শটগানের গুলি ছুঁড়ে মিছিল ছত্রভঙ্গকরে দেয়। আটক করে ছয় জনকে।এদের মধ্যে তোহা, রিয়াদ, মইনুল ও সারোয়ারের নাম জানা গেছে।