হেফাজতের কর্মসূচিতে চরমোনাই পীরের সমর্থন

0
193
Print Friendly, PDF & Email

হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করীম পীর চরমোনাইশনিবার রাতে এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানানো হয়

বিবৃতিতেতিনি বলেন, “এ দেশের ওলামায়ে কেরামের মুরুব্বি আল্লামা শাহ আহমদ শফী ছাহেবকর্তৃক আহূত ঢাকা অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছিতিনি আরো বলেন, “মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে নবীকে অবমাননাকারীদেরস্থান হবে নাতাই যারা এ কাজ করছেন, তাদের বিচারের ক্ষেত্রে মহাজোট সরকারগড়িমসি করছে’’ অবিলম্বে এসব গড়িমসি বন্ধ করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি

 প্রসঙ্গত, এর আগেও হেফাজতে ইসলামের উদ্যোগে গত ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ ও মতিঝিলের মহাসমাবেশে সমর্থন জানিয়েছিল ইসলামী আন্দোলন

 

শেয়ার করুন