রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম মো. সিদ্দিকুর রহমান (৩০)।অন্যজনের পরিচয় জানা যায়নি। রবিবার বেলা ২ টার দিকে সংঘর্ষ চলাকালে তারা নিহত হন বলে জানিয়েছেন হেফাজত ইসলামের প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল জানিয়েছেন। তিনি জানান, পুলিশের হামলায় গুরুতর আহত সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এছাড়া শতাধিক আহত হয়েছেন।অন্যদিকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান বলে জানা গেছে।
বেলা পৌনে তিনটার পর্যন্ত পল্টনে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল। পল্টন এলাকায় অবস্থান নিয়েছে হেফাজত কর্মীরা। অন্যদিকে বাইতুল মুকাররম এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। উভয় পক্ষের মুখোমুখী অবস্থানে পল্টন-বাইতুল মুকাররম এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন পর্যন্ত একজন নিহত হওয়ার বাইরে শতাধিক হেফাজত কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান হানিফ পরিবহনের বাসে হেলপার হিসেবে কাজ করতেন। আহদের মধ্যে ৩৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়ি দিনাজপুর জেলার কবিরাজপুর গ্রামে।হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান জানান, পুলিশের হামলায় এখন পর্যন্ত হেফাজতে ইসলামের আলেম ওলামা নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা প্রতি ফোঁটা রক্তের বিনিময় আদায় করে ছাড়বো। তিনি অভিযোগ করে বলেন, সরকার দলীয় লোকজন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা করছে। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা এসব সহিংসতা ঘটাচ্ছে। অবলম্বে সরকার যদি তাদের দমন না করে তবে তাদের চরম মূল্য দিতে হবে। এর আগে বেলা ১১ টা পর থেকে পল্টন ও বাইতুল মুকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজতের কর্মীরা শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটক্ষেল নিক্ষেপ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় পুলিশ হেফাজত কর্মীদের নিবৃত্ত করতে বেশ কয়েক রাউন্ড টেয়ারসেল ও ফাঁকা গুলি করে। হেফাজত কর্মীরা বাইতুল মুকাররম এলাকায় দুটি মটর সাইকেলে আগুন দেয়। ভাঙচুর চালায় বেশ কয়েকটি গাড়িতে।এদিকে বঙ্গবন্ধু এভিনিউ ও গুলিস্থান এলাকায় হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।