নারীর নিরাপত্তার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ইউনিসেফের ‘সেভ দ্য গার্ল ক্যাম্পেইন’-এর জন্য নিজের পাদুকা নিলামে বিক্রি করে দিলেন তিনি।নিলামে প্রিয়াঙ্কার পাদুকা
ফাইল ছবি
গত শুক্রবার দিল্লিতে আড়াই লাখ রুপিতে বিক্রি হওয়া পাদুকাটিতে সাবেক এই বিশ্বসুন্দরীর স্বাক্ষর আছে। এটি তার জন্য বিশেষভাবে ডিজাইন করেছেন ক্রিস্টিয়া লুবুতা।
৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা তার নতুন গান ‘এক্সোটিক’-এর ভিডিওতে এই জুতাজোড়া পরেই কাজ করেছিলেন। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন পিটবুল।
কয়েক বছর ধরেই কন্যাশিশুদের কল্যাণে কাজ করছেন প্রিয়াঙ্কা। পাদুকা বিক্রি থেকে সংগ্রহীত অর্থ ভারতে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গঠনে ব্যয় করবে ইউনিসেফ।