নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গল্পটি তোমার আমার’। নাটকটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন সজল ও বিদ্যা সিনহা মীম। গত এপ্রিল মাসে শুটিং করা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্য লিখেছেন নাইস নূর।
তবে নাটকটি দেখার জন্য দর্শকদের আপেক্ষা করতে হবে আগামী রোজার ঈদ পর্যন্ত।
নাটকটি নিয়ে পরিচালক আরিয়ান বলেন, “গত মাসে তিন দিন ধরে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। ঈদের জন্যই মূলত নাটকটি করা। তাই গল্প নির্বাচনের ক্ষেত্রে আমরা শ্রোতার হাসি-আনন্দের বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এতে সজল ও মীম একে অন্যের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটির শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল দারুণ!”
মীম বাংলানিউজকে বলেন, “আমার সঙ্গে সজলের বিয়ে হয়। এরপর আমাদের দু’জনের মাঝে ভালোবাসার চেয়ে বেশি ঝগড়া আর মান-অভিমান হয়। এরপর সজল একসময় বলেই ফেলে সে যদি মেয়ে হতো তাহলে কখনোই আমার মতো হতো না। অনেক হাসির নাটকটির গল্প। শুটিংয়ে অনেক মজা হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।”
গল্পের এক পর্যায়ে সজল মীমের মতো আর মীম সজলের মতো আচরণ করে। এমন গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। এতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, স্বপন কুমার প্রমুখ।