ফাইনাল যদি কেকেআর জেতে, তাহলে ইডেনে গম্ভীরের হাতে কাপ ওঠার পাশে আরও একটা ছবিও নাকি দেখতে পাওয়া যাবে। তিনতলার রেলিং থেকে ঝাঁপ দিচ্ছেন শাহরুখ খান!
নাইটরাইডার্স মালিক এদিন মাঠে দাঁড়িয়ে অন্তত তেমনটাই বললেন।
‘বক্সে খেলা দেখতে দেখতে বার বার উত্তেজনায় রেলিং বেয়ে উঠে পড়ছিলাম। অনেকেই ভাবছিল, ঝাঁপ দেব কি-না। আমার মেয়ে শক্ত করে ধরে রেখেছিল আমাকে। তবে ফাইনাল জিতলে ওখান থেকেই ঝাঁপ দেব’—বলছিলেন শাহরুখ। তিনি নিজে খুব ভালো করেই জানেন, এখান থেকে কেকেআরের রাস্তাটা কতটা কঠিন। জানেন, এই বাজি জেতা কার্যত অসম্ভব। এমনকি দর্শকদের হতাশাটাও বুঝতে পারছেন। কিন্তু এদিন জেতার পর কিছুটা আবেগতাড়িত হয়েই যেন বলে ফেললেন কথাগুলো। এদিন কিন্তু শুরুর দিকে মোটেই টেনশনহীন ছিলেন না কিং খান। গম্ভীর আউট হওয়ার পর ম্যাচ তখনও ৫০-৫০। শাহরুখ বক্স থেকে নিচে নেমে এসে মাঠে দাঁড়িয়ে দেখছিলেন ম্যাচ। কিন্তু মেয়ের অনুরোধে আবার গিয়ে বসলেন বি ওয়ান বক্সে। বারান্দায় এলেন না। একদম বেরোলেন যখন ম্যাচ প্রায় জিতে গেছে কেকেআর। ইডেনে তখন কানাঘুষা শোনা যাচ্ছে—শাহরুখ মাঠে এলেই যদি কেকেআর জেতে, তাহলে কিং খান রোজ আসছেন না কেন?