ব্যাট হাতে গম্ভীর ও যুবরাজের সাম্প্রতিক ফর্মহীনতাই তাদের বাদ পড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন নির্বাচকরা।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং।চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে গম্ভীর, যুবরাজ বাদ
ক্রিকইনফো জানায়, সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শনিবার প্রথমসারির এই দুই ব্যাটসম্যানকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করে।
দলে নির্বাচকরা সাতজন ব্যাটসম্যান, পাঁচজন পেসার, একজন স্পিনার ও অল রাউন্ডার হিসেবে রবিন্দ্র জাদেজাকে নির্বাচিত করেছেন।
গম্ভীর ও যুবরাজের পরিবর্তে দলে স্থান পেয়েছেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়।
মাহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন দলে তিন বছর পর দলে ফের ডাক পেয়েছেন দিনেশ কার্তিক। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার উমেশ যাদব।
ব্যাট হাতে গম্ভীর এবং যুবরাজের সাম্প্রতিক ফর্মহীনতাই তাদের বাদ পড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই কারণে এই দুজনের সঙ্গে অজিঙ্কে রাহানেও বাদ পড়েছেন।
নির্বাচকরা জানান, মূলত চলমান আইপিএল এর ফর্মকেই খেলোয়াড় নির্বাচনে প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়েছে।
আগামী ৫ জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
১৫ সদস্যের ভারতীয় দল: মাহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রাইনা, দিনেশ কার্তিক, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবিন্দ্র জাদেজা