রোববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে মুশফিক বাহিনীর।
ওয়ানডেতে অনেক দিন ধরেই বেশ ধারাবাহিক বাংলাদেশ। এশিয়া কাপ, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়। তবে সাফল্যের প্রায় সবই দেশের মাটিতে। বিদেশে টাইগাররা সে স্বাদ পায় না অনেক দিন, প্রায় চার বছর।আজ জিতলেই সিরিজ বাংলাদেশের
২০০৯ সালের আগস্টে এ বুলাওয়েতেই ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আবার সে সুযোগ এসেছে।
রোববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে মুশফিক বাহিনীর।
প্রথম ওয়ানডেতে ১২১ রানে বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে তারা। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বেলা একটায়।
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি সিরিজ পুনরুদ্ধারের সুযোগও। কারণ ২০১১ সালে হারারেতে প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল তারা। যদিও বুলাওয়েতে শেষ দুটি ম্যাচ জিতে ব্যবধান কমিয়েছিল।
সৌভাগ্যের বুলাওয়েতে এবারও সিরিজের সূচনাটা বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে গত চার সিরিজে যা হয়নি। এর মধ্যে তিনটি সিরিজ বাংলাদেশ জিতলেও প্রথম ম্যাচ জিততে পারেনি টাইগাররা। সেটা হোক দেশের মাটিতে কিংবা বিদেশে। এ ধারাটা ভাঙতে পেরে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। আর জিততে পারলে টানা চারটি ওয়ানডে সিরিজে ভালো করার কৃতিত্ব দেখাবে টাইগাররা।
এশিয়া কাপের ফাইনালে হেরে গেলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। এরপর শ্রীলংকার মাটিতে সিরিজ ড্র করে তারা।