রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্ব অবহেলার প্রমাণ পান।
রানা প্লাজায় নিহত খাদিজার লাশবাহী মাইক্রোবাস ডাকাতির ঘটনায় ৫ পুলিশ সদস্যকে শনিবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্ব অবহেলার প্রমাণ পান। এরপর বদরগঞ্জ-রংপুর সড়কে টহলে থাকা এএসআই দুলাল চন্দ্রসহ অপর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
এদিকে শনিবার বিকেলে খাদিজার স্বামী ইউনুস আলী বদরগঞ্জ থানায় ডাকাতি মামলা করেন।
শুক্রবার রাত ২টার দিকে খাদিজার লাশবাহী মাইক্রোবাস ঢাকা থেকে পার্বতীপুর আসার পথে বদরগঞ্জে ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতরা লাশবাহী মাইক্রোবাসটি আটক করে ৩২ হাজার টাকা ও ৯টি মোবাইল ফোনসহ লাশের প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয়। এতে লাশ দাফনের সরকারি অনুদানের ২০হাজার টাকাও ছিল।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। খাদিজা ওই ভবনের তিন তলায় নিউ ওয়েভ বটমস লিঃ এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।