বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেছে সরকার। কিন্তু সাভারের দুর্গতদের জন্য একটি হ্যাচকো ব্লেড কেনার জন্য টাকা বের হয় না।
দুর্নীতি করে এদেশে থাকা যাবে না-দাবি করে পার্থ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মন্ত্রীরা টিকেট কেটে বসে আছে। আপনি দেরি করলে পালানোর পথ পাবেন না। দয়া করে টিকেট কেটে আপনি পালান।
শেখ হাসিনাকে বিবিসি আর সিএনএন এ সাক্ষাৎকার না দেয়ার আহবান জানিয়ে পার্থ বলেন, আপনার মিথ্যাচারের কারণে বাংলাদেশের সম্মান থাকে না। দয়া করে আপনি আর সাক্ষাৎকার দেবেন না।
সম্প্রতি টেলিভিশনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের সমালোচনা করে তিনি বলেন, আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ ইসলাম শিক্ষা নিতে পারে না।
পার্থ বলেন, ফেসবুকে আপনাকে নিয়ে ব্যঙ্গ করার কারণে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গ করার আড়াইমাসে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনো তাদের বিচার করা হয়নি।