মেয়র পদে তিনজনের মনোনোয়নপত্র উত্তোলন

0
163
Print Friendly, PDF & Email

রাজশাহীসিটি করোপরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মনোনোয়নপত্রবিতরণ শুরু হয়েছেগত ৩০ এপ্রিল থেকে মনোনোয়নপত্র বিতরণ শুরু হয়আজশুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মেয়র পদে তিনজন প্রার্থী তাঁদের মনোনোয়নপত্রউত্তোলন করেছেনএঁরা হলেন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএএইচএম খায়রুজ্জামান লিটন, মীর মোজাম্মেল হোসেন ও হাবিবুর রহমানএ ছাড়াওসাধারণ কাউন্সিলর পদে ২২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুজনমনোনোয়নপত্র সংগ্রহ করেছেন

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ওরিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্রের দপ্তর সূত্র মতে, রাজশাহী সিটিকরপোরেশন নির্বাচনের জন্য ইতিমধ্যেই খসড়া ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশকরা হয়েছেসেই তালিকা অনুযায়ী রাজশাহীর মোট ভোটকেন্দ্র হলো ১৩৭টি এবংবুথ হলো ৮৭১টিরাজশাহীর সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে এবার মোট ভোটারসংখ্যা হলো দুই লাখ ৮৬ হাজার ৮৮৮ জনএর মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩৮৬জন এবং নারী ভোটার সংখ্যা হলো এক লাখ ৪৩ হাজার ৫০২ জন

 

শেয়ার করুন