নাটোরের সিংড়ায় বুধবার জাতীয়তাবাদী শ্রমিকদল সিংড়া থানা ও পৌর শাখার আয়োজনে এক বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি মেয়র অধ্যাপক শামিম আল রাজি, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলার রহমান বাচ্চু, কোষাধ্যক ও সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, শহর শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব রোজ প্রমূখ।