সিংড়া পৌর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি বলেছেন, আ’লীগ সরকার গুম, হত্যা, সন্ত্রাস ও মিথ্যা মামলার রাজনীতিতে ব্যস্ত। মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী দুলুসহ হাজারও নেতাকর্মীকে আটক করে সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। আর এই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের পরিণাম শুভ হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তাছাড়া আমার দেশ প্রত্রিকা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে গণমাধ্যমের উপর ফ্যাসিবাদীর আচরণের পরিচয় দিয়েছে। তিনি অবিল¤ে^ অসুস্থ কারারুদ্ধ দুলু, মির্জা ফখরুল, রিজভী আহমেদসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। গতকাল সকালে সিংড়া বাসষ্ট্যান্ডে থানা ও পৌর ছাত্রদল আয়োজিত এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিংড়া থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধু‘র সভাপতিত্বে ও সাবেক জিএস আতাউল গণী পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, মিনার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মিন্টু, আব্দুল্লাহ আল রফি, দপ্তর সম্পাদক সুমন হোসেন, ছাত্রনেতা আপেল মাহমুদ, মনিরুল ইসলাম প্রমূখ।