সিরাজগঞ্জের তাড়াশে ২০টি গ্রামে গত ৬ দিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে বিদ্যুৎ না থাকায় ওই সকল গ্রাম গুলোতে বোরো মাঠে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র সহ বিদ্যুৎ নির্ভর সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
জানাগেছে, গত শনিবার কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ ব্যাবস্থা ভেঙ্গে পরে। ওই ঝড়ে অন্তত ২৫ টি বৈদ্যুতিক খুঁিট ভেঙ্গে যায়। সঞ্চারন লাইনের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাবস্থা বন্ধ হয়ে যায়। এর পরে দীর্ঘ ছয় দিনেও মাগুড়া বিনোদ, সগুনা ও নওগাঁ ইউনিয়নের কমপক্ষে ২০ টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি । ফলে বিদ্যুৎ নির্ভর সেচ কাজ বন্ধ থাকায় উঠতি বোরো ফসল নিয়ে চিন্তিত হয়ে পরেছেন কৃষক। এমনকি বিদ্যুৎ নির্ভর সকল কার্যক্রম বন্ধ থাকায় শত শত গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলার কালিদাসনীলি গ্রামের কৃষক আলহাজ আলী জানান, প্রায় এক সপ্তাহ বিদ্যুৎ না থাকায় তারা বোরো মাঠে সেচ দিতে পারছেন না। ফলে শেষ মুহুর্তে ফসল নষ্ট হতে বসেছে।
এ প্রসঙ্গে তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র প্রকৌশলী রেজাউল করিম বলেন, কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। জনবল কম হওয়ায় দিন রাত কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না।