বিএনপির ৬ নেতার জামিন

0
173
Print Friendly, PDF & Email

 

বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন বিএনপির ৬ নেতাতারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ জামিন মঞ্জুর করেন

 

জামিনপ্রাপ্ত নেতাদের মধ্যে মির্জা আব্বাস ৭টি, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান ৬টি করে, রুহুল কবির রিজভী ১টি এবং আবদুল্লাহ আল নোমান ও মোয়াজ্জেম হোসেন আলাল ৫টি করে মামলায় জামিন পেয়েছেন
জামিনের আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরশুনানি শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি সাংবাদিকদের বলেন, “আশা করছি, তারা ২/১ দিনের মধ্যেই বের হয়ে আসবেন।  

 

গত ২৮ এপ্রিল ওই ৬ নেতা বিভিন্ন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেনপুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল ছোড়ার অভিযোগে এসব মামলায় বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন

 

উল্লেখ্য, গত ২ মার্চ মালিবাগে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল ছোড়ার ঘটনায় পল্টন, রমনা এবং শাহজাহানপুর থানায় পৃথক ৫টি মামলা হয়রিজভী বাদে বাকি ৫ জন এ মামলার সবগুলোর আসামিএর বাইরে গত ৬ মার্চের গাড়ি ভাংচুর ও ককটেল ছোড়ার ঘটনায় মির্জা আব্বাস ২টি এবং গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে ১টি করে মামলার আসামি করা হয়আর রিজভী জামিন পেয়েছেন গত বছরের ৯ ডিসেম্বর দায়ের করা পল্টন থানার একটি মামলায়    

 

 

 

শেয়ার করুন