চৌদ্দশ’ বছরের শান্তির ইসলামে কেউ কেউ মওদুদীবাদ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট।বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ওলামা মাশায়েখ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও শান্তিপ্রিয় জনগণের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ অভিযোগ করেন।
মওদুদীবাদ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, “মওদুদীর অনুসারী জামায়াত- শিবিরের অর্থায়নে হরকাতুল জিহাদ (হুজি), জেএমবি ও হিজবুত তাহরিরসহ বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সহায়তায় মুফতি আহমদ শফীর মতো মুরব্বি ইসলাম গেলো বলে মাঠে নেমেছেন।” অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট সভাপতি আব্দুল হালিম সিরাজী।তিনি বলেন, “আমরা ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে, মহানবীর (সা.) বিরুদ্ধে কটাক্ষকারী স্বঘোষিত নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু মওদুদীদের টাকা খেয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাবার কুমতলবে ধর্মকে কলুষিত করতে চাই না।”
তিনি বলেন, “রাজনীতির নামে জামায়াত-শিবির সম্পূর্ণ অনৈসলামিক পন্থায় ঘৃণ্য কাজ করে যাচ্ছে। তাদের কুকর্মে বোঝা যাচ্ছে তারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। তারা ইসলামি স্টাইলের এজিদি ইসলাম কায়েম করতে চায়।”