সৌদি আরবে আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন চারজন।দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।মরুদেশ সৌদি আরবে গত ২৫ বছরেরও বেশি সময়ে এমন বৃষ্টিপাতের ঘটনা আর ঘটেনি।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী রিয়াদ, দক্ষিণের বাহা, উত্তরের হাইল ও পশ্চিমাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে এই আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় প্লাবিত উপত্যকা ও সমতল ভূমি থেকে সরে যেতে সংশ্লিষ্ট এলাকার লোকজনের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্লাবিত এলাকায় অনেকে গাছে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে আটকা পড়েছে যানবাহন।